গ্রুপ ভিডিও কলিং অ্যাপ ‘ক্যাচআপ’ আনল ফেসবুক
by তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমসগ্রুপ ভিডিও কলিং অ্যাপ মেসেঞ্জার রুমসের পর নতুন অ্যাপ আনল ফেসবুক। নাম ‘ক্যাচআপ’। মেসেঞ্জার রুমসের মতোই এই অ্যাপ দিয়ে গ্রুপ ভিডিও কল করা যাবে।
অ্যাপটি ডেভেলপ করেছে ফেসবুকের এনপিই টিম(নিউ প্রজেক্ট এক্সপেরিমেন্টেশন)। শুরুতে যুক্তরাষ্ট্র্যে এই অ্যাপটি নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসে।
ফেসবুকের ক্যাচআপ অ্যাপ দিয়ে আটজন একসঙ্গে ভিডিও কলে যুক্ত হওয়া যাবে।
অ্যাপটির বিশেষত্ব হচ্ছে, অ্যাপটি ব্যবহারকারীকে জানাবে অন্যান্য ব্যবহারকারীদের কখন ভিডিও কল করা যাবে।
ফেসবুকের প্রডাক্ট লিড, নিকি শাহ জানান, আমরা আমাদের গবেষণায় দেখেছি, অন্যরা কখন অনলাইনে আসে, কখন তাদের কল করলে পাওয়া যাবে সেটা আগে থেকে জানা কঠিন। কিন্তু আমাদের নতুন এই অ্যাপ ব্যবহারকারীকে জানিয়ে দেবে অন্যদের কখন লাইনে পাওয়া যাবে।
ফেসবুকের নতুন এই অ্যাপ কবে থেকে সকলের জন্য উন্মুক্ত করা হবে সে সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
(ঢাকাটাইমস/২৭মে/এজেড)