দেশ টিভিতে ঈদের চতুর্থদিন 'বাবা'

by

নিজের শত কষ্টের মাঝে সন্তান একদিন মানুষের মতো মানুষ হবে এটা বোধহয় প্রতিটি পিতার হৃদয়ে লুকিয় রাখা সুপ্ত স্বপ্ন। প্রতিটি পিতাই চায় সন্তান তার চাইতে বড় হবে এবং পিতার মুখ উজ্জ্বল করবে। গ্রামের হত দরিদ্র কৃষক হারিছ, জীবনে সমস্ত পরিশ্রমের চিহ্ন তার শরীরে আলপনার মতো শোভা পাচ্ছে, রোদে পোড়া তামাটে শরীরে অভাবের চিহ্ন হয়ে হাড্ডিগুলো উকি দিচ্ছে। 

কিন্তু চোখে মুখে এক অদ্ভুত আশার আলোর কাছে যেন সব দীনতাই হার মানে, সন্তান জন্ম দিতে গিয়েই হারিছের স্ত্রী মারা গিয়েছিলো, স্ত্রীকে দেয়া কথা রাখতে গিয়ে হারিছ আর বিয়ে করেনি। জীবনের প্রতিটি মুহুর্ত ব্যয় করেছে এক মাত্র সন্তান রইছের পেছনে। যার ফলে রইছ গ্রামের স্কুল কলেজের গন্ডি পার হয়ে এখন বিশ্ববিদ্যালয়ে ইংরেজি শেষ বর্ষের ছাত্র, পাশ করা মানে একটা ভালো চাকরী, ভালো বেতন। ঘুঁচে যাবে হারিছের সব কষ্ট। কিন্তু... 

বাবা নামের নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। পরিচালনা করেছেন রুমান রুনি। বাসবার ভূমিকায় দেখা যাবে ফজলুর রহমান বাবুকে। ছেলের ভূমিকায় অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। এছাড়াও কাজল সুবর্ণ। নাটকটি প্রচারিত হবে ঈদের চতুর্থদিন দেশটিভিতে।