'ইনসুলিন গ্রহণ করি না, আমার কী হবে?'

by

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বিকেলে রোজ গার্ডেনে উচ্চস্বরেই জানতে চান, ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত ইনসুলিন নিজে ব্যবহার করবেন কিনা সে ব্যাপারে।

ট্রাম্প বলেন, আমি ইনসুলিন ব্যবহার করি না। আমার কী হবে? হুহ। আমি এসব নিয়ে ভাবি না, কিন্তু আমি জানি বহু মানুষ খুব খারাপভাবে আক্রান্ত হচ্ছে।

একজন সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, যদি কারো ডায়াবেটিস না হয়ে থাকে, সে ক্ষেত্রে তার ইনসুলিন নেওয়ার মতো কোনো কারণ বা উপকারিতা আছে?

ট্রাম্প সে ব্যাপারে বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বহু অর্থ ভোগ করা নিয়োগপ্রাপ্ত ব্যক্তি এখানে আছে।

একজন বিশেষজ্ঞ বলেন, সম্মাননীয় প্রেসিডেন্ট, আপনি কিংবা আমি ইনসুলিন ব্যবহার করি না ঠিকই, তবে আমাদের শরীর ইনসুলিন তৈরি করে। আমাদের নিজস্ব ইনসুলিন আছে।

তখন ট্রাম্প বলেন, অহ!

সূত্র : নিউইয়র্ক পোস্ট