https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2018/05/17/4fb23df05a789fa639db957342360b12-5afd1028a5bc5.jpg
ছবিটি প্রতীকী

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু

by

ফরিদপুরে করোনার উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে ফরিদপুর শহরের আলীপুরস্থ আলাউদ্দিন খাঁ সড়কে অবস্থিত নিজ বাড়িতে মারা যান ওই যুবক। ওই যুবকের বয়স ৩২। তিনি এলপি গ্যাসের একজন ব্যবসায়ী। কিছুদিন আগে তিনি বিয়ে করেছেন।

ওই যুবকের স্বজনদের সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে ওই যুবক জ্বর, গলাব্যথা ও পাতলা পায়খানাজনিত সমস্যায় ভুগছিলেন।

ফরিদপুরের বিএমএর সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ওই যুবক করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন, এলাকাবাসীর কাছ থেকে এ–জাতীয় তথ্য পাওয়ার পর ফরিদপুরের সিভিল সার্জনকে তাঁর (যুবক) শরীর থেকে নমুনা সংগ্রহের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ফরিদপুরের সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, আজ বিকেলে ওই যুবকের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাবে তাঁর নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি বলেন, ওই প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে ওই যুবক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন কি না।