ক্রিকেটকে শেষ করে দিয়েছে আইসিসি: শোয়েব
by ঢাকাটাইমস ডেস্কক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত ১০ বছরে ক্রিকেটকে শেষ করে দিয়েছে বলে অভিযোগ পাকিস্তানের সাবেক ফার্স্ট বোলার শোয়েব আখতারের। আইসিসিকে ‘দারুণ কাজ করেছ’ শ্লেষমাখা বাক্যবাণে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস যেন বলতে চাইলেন, এবার থামো।
তিনি মাঠে যখন নামতেন, প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিতে আগ্রাসী মেজাজে বিরাজ করতেন সব সময়। সঙ্গে ছিল শত মাইলের গতি। ব্যাটসম্যানরা তটস্থ থাকতেন তার বোলিংয়ের সামনে। মুখের লাগামটাও কমই রাখতে পছন্দ করতেন ক্রিকেটের এই গতিদানব। সব মিলিয়ে ক্রিকেটের ‘ব্যাট বয়’ বলে একটা আদুরে অভিধাও জুটে যায় শোয়েব আখতারের নামের পাশে।
পাকিস্তানি এই বেপরোয়া সাবেক ক্রিকেটার নিজের দৃষ্টিতে যা ভালো মনে হয় তা অকপটে বলে দিতে দ্বিধা করেন না কখনো। তা নিজের দেশের কেউ হোক কিংবা বাইরের কিছু, এমনকি খোদ ক্রিকেটের বিশ্ব নিয়ন্ত্রক আইসিসি হোক।
সর্বশেষ ক্রিকেট ওয়েবসাইটে ভারতের প্রাক্তন ব্যাটসম্যান সঞ্জয় মঞ্জরেকরের সামনে আইসিসির কাজকর্ম নিয়ে নিজের হতাশা তুলে ধরেন শোয়েব। কোনো রকম রাখঢাক না করে বলে দিলেন, গত দশ বছরে ক্রিকেটকে শেষ করে দিয়েছে আইসিসি।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেন, আইসিসি এমন কিছু ‘প্লেয়িং কন্ডিশন’ তৈরি করেছে, যাতে ক্রিকেটটা শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে সাদা বলের ক্রিকেট। শোয়েবের মতে, ক্রিকেট ক্রমশ ব্যাটসম্যানদের খেলা হয়ে পড়ছে।
শোয়েব বলেন, ‘একটা কথা পরিষ্কার বলতে পারি। আইসিসি ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে। গত দশ বছর ধরে এই কাজটা ওরা করে আসছে। আইসিসিকে বলতে চাই, দারুণ কাজ করেছ। ঠিক যা ভেবেছিলে, সেটাই করে দেখিয়েছ।’
‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ বলেন, ‘আমি বারবার বলে আসছি, ওভার পিছু এক বাউন্সারের নিয়মে বদল আনা উচিত। এখন তো দুটো নতুন বল আর বৃত্তের বাইরে মোটে চারজন ফিল্ডার থাকে। আইসিসিকে দয়া করে জিজ্ঞেস করো, গত দশ বছরে ক্রিকেটের মান বেড়েছে না কমেছে? সেই শচিন বনাম শোয়েব লড়াই কোথায়?’
ক্রিকেট মাঠে বেপরোয়া শোয়েব নাকি কখনো শচিন টেন্ডুলকারের সঙ্গে আগ্রাসী মেজাজ দেখাননি। তাকে সম্মানই করতেন তিনি। তবে তখন বিরাট কোহলী থাকলে কী করতেন তার মুখেই শুনুন, ‘আমার লক্ষ্য থাকত, বিরাটের মনঃসংযোগ নষ্ট করা। মারাত্মক গতিতে বল করে আমি চেষ্টা করতাম বিরাটকে পুল বা কাট খেলানোর। এই দুটো শট ওর হাতে বিশেষ নেই।’
(ঢাকািটইমস/২৭মে/মোআ)