ট্রাম্পকে সতর্ক করল টুইটার

by

বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক  করেছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার। চলতি বছরের মার্কিন নির্বাচন নিয়ে ট্রাম্পের টুইটের বিপরীতে এমন সতর্কবার্তা জারি করেছে টুইটার।

মঙ্গলবার মার্কিন নির্বাচনের বিষয়ে একটি টুইট বার্তায় ট্রাম্প বলেন, কোনও উপায় নেই (জিরো!) মেইলে ব্যালট পাঠানো হলে যথেষ্ট জালিয়াতি হতে পারে। মেইল ডাকাতি হতে পারে আবার নকলও হতে পারে বা জালিয়াতির মাধ্যমে প্রিন্ট করা হতে পারে। ট্রম্পের এমন টুইটে টুইটার বলছে, কোন প্রমাণ ছাড়া এই ধরণের তথ্য ছড়ানো বিভ্রান্তিকর। এদিকে টুইটারের সতর্কবার্তা পাওয়ার পর ফিরতি টুইটে ট্রাম্প বলেন, বাক-স্বাধীনতাকে সম্পূর্ণভাবে দমিয়ে রাখা হচ্ছে।

এদিকে নির্বাচন নিয়ে ট্রাম্পের এই বার্তাকে টুইটার বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করলেও ফেসবুক এ বিষয়ে কোন মন্তব্য করেনি। টুইটার ওই পোস্ট নিয়ে আপত্তি জানানোর পর ট্রাম্প ফেসবুকে ওই বার্তা পোস্ট করেন। যেখানে ওই পোস্টটি প্রায় ১৭ হাজার বার শেয়ার করা হয়েছে।