লিচু বাগানে বজ্রপাত, চাষির মৃত্যু

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/700x0x1/uploads/media/2015/12/31/9f4bd6c680f5dbc3fa01bf6769f227a4-.jpg

পাবনার ঈশ্বরদীতে লিচু বাগান পাহারার সময় বজ্রপাতে মিজান মিজানুর (৪০) নামে একজন চাষি নিহত হয়েছেন। বুধবার (২৭ মে) ভোর ৪টার দিকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত চাষি সলিমপুর ইউনিয়নের জয়নগর তেঁতুলতলা এলাকায় মতি মালিথার পুত্র।

সলিমপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'লিচু চাষি মিজান রাতে বাগান পাহারা দিচ্ছিলেন। গভীর রাতে ঝড়-বৃষ্টি এবং বিদ্যুতের গর্জন শুরু হয়। ভোর ৪টার দিকে বাগানের মধ্যে বজ্রপাত ঘটলে মিজান ঘটনাস্থলেই মারা যায়। ঝড়-বৃষ্টি কমলে বাড়ির লোকজন মিজানের খোঁজে বাগানে যেয়ে মিজানকে মৃত অবস্থায় দেখতে পায়।'