স্পেনে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
by কালের কণ্ঠ অনলাইনমহামারী করোনাভাইরাসে মৃতদের স্মরণে ১০ দিনের শোক পালনের ঘোষণা দিয়েছে স্পেন। মৃত ২৭ হাজারের বেশি মানুষকে শ্রদ্ধা জানাতে শোক ঘোষণা করেছে স্পেন সরকার।
বুধবার থেকে দেশজুড়ে এ শোক পালন করা হবে বলে জানিয়েছেন স্পেন সরকারের মুখপাত্র মারিয়া জেসুস। মৃতদের স্মরণে এ সময় পতাকা অর্ধনমিত রাখা হবে। সেই সাথে রাষ্ট্রপ্রধানের সভাপতিত্ত্বে জুনের ৫ তারিখ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে ১০ দিনের এই শোকপালন।
ওয়াল্ডওমিটারের দেওয়া তথ্য অনুযায়ী প্রাণঘাতী করোনাভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে রয়েছে স্পেন। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার ৩৩৯ এবং মারা গেছে ২৭ হাজার ১১৭ জন। তবে সম্প্রতি পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে স্পেনে। ফলে লকডাউন ধীরে ধীরে শিথিল করতে যাচ্ছে দেশটি।