খালেদা জিয়ার সঙ্গে মান্নার সাক্ষাৎ

by

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

গতকাল মঙ্গলবার (২৬ মে) রাত ৮টার পর গুলশান ৭৯ নম্বর রোডে অবস্থিত খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাক্ষাতের পর গণমাধ্যমকে মাহমুদুর রহমান মান্না বলেন, ঈদের সৌজন্য সাক্ষাৎ হিসেবেই গিয়েছিলাম খালেদা জিয়াকে দেখতে। তার অসুস্থতা আগের মতোই আছে। বাম হাত বেঁকে গেছে। তুলতে পারেন না, ডান হাতেও ব্যথা। তবে তার মনোভাব আগের মতোই অটুট আছে।

মান্না আরো বলেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তাঁর সঙ্গে সাক্ষাতের আগ্রহ দেখিয়েছিলাম আমি। তখন তিনি কারও সঙ্গেই দেখা করেননি। ঈদের দিন বা তার আগে বিএনপি নেতারা দেখা করেছেন। আমার আগ্রহে আজ আমাকে সময় দিয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাস বিস্তারের কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে পিপিই, মাস্ক পরে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন মান্না।