https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/04/10/417b8aa0bc9c7a4d9ab5d92c5663b535-5e90185e91f15.jpg?jadewits_media_id=1524473

সিলেটে করোনা শনাক্ত ৭০০ ছাড়াল

by

সিলেট বিভাগে করোনাভাইরাসের সংক্রমণ হওয়া মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে নতুন করে আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে করোনাভাইরাস সংক্রমিত (কোভিড-১৯) রোগীর সংখ্যা হলো ৭১৪।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গতকাল ওসমানী মেডিকেলের পরীক্ষাগারে ১৮ জনের নমুনা পজিটিভ আসে। এর একজন করোনা পজিটিভ ব‌্যক্তির দ্বিতীয় দফায় পরীক্ষা করা হয়। করোনা সংক্রমিত লোকজনের মধ্যে সিলেট জেলায় ৩৪৬, সুনামগঞ্জে ১০৭, হবিগঞ্জে ১৬৪ ও মৌলভীবাজারে ৯৭ জন রয়েছেন। এখন পর্যন্ত সিলেট বিভাগে ১৫ জন করোনায় মারা গেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১ জন, হবিগঞ্জে ১ ও মৌলভীবাজারে ৩ জন রয়েছেন।

এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান বলেন, গতকাল সিলেটে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২ জন।