https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/27/d1c3aaccbe9877a680281c7c3323f957-5ece3bdb39d22.jpg
বাঁয়ে জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনালদো। ডানে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্রিস্টিয়ানো রোনালদো। চুলের ছাঁটে বেশ মিল। ছবি: টুইটার

ম্যানচেস্টার ইউনাইটেডে 'ফিরলেন' রোনালদো

by

শিরোনাম দেখে ভড়কে যাওয়ার কিছু নেই। নাহ, বিনা মেঘে বজ্রপাতও ঘটেনি। আসলে আকাশে তো মেঘই নেই! মানে, রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেননি। তেমন কোনো সম্ভাবনাও নেই।

তবু ভিন্ন এক দিক বিচারে ওল্ড ট্র্যাফোর্ডে ফিরলেন জুভেন্টাসের তারকা। সেটি চুল কাটার ধরনে। এই রোনালদোকে দেখে ইউনাইটেডপ্রেমীরা ভাবতে পারেন, সি আর সেভেনের কি তবে হারানো দিনগুলো মনে পড়ে?

মঙ্গলবার ইনস্টাগ্রামে নিজের চুলের ছাঁটের ছবি পোষ্ট করে রোনালদো লেখেন, 'অনুমোদন করছেন?' অর্থাৎ চুলের এই স্টাইল রেখে দেওয়া যায় কি না, সে প্রশ্ন করেন পর্তুগিজ তারকা। ব্রাজিল উইঙ্গার ডগলাস কস্তা জবাবে হাসতে হাসতে কেঁদে ফেলার পাঁচটি ইমোজি পোষ্ট করেন।

গত কয়েক মাসে নিজের চুল বড় হতে দিয়েছেন রোনালদো। সামনের চুলগুলো এখন নেমে যায় চোখের নিচে। ম্যানচেষ্টার ইউনাইটেডে থাকতে এমন চুলের স্টাইল ছিল রোনালদোর। ইংলিশ ক্লাবটির ভক্তরা রোনালদোর এ পোষ্টে হামলে পড়েন। একজনের মন্তব্য, 'ফিরল পুরোনো ক্রিস্টিয়ানো রোনালদো।' অন্য এক ভক্তের মন্তব্য, 'রোনালদোর লম্বা চুল রাখা উচিত। নষ্টালজিক।'

https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2020/05/27/394b5a2ec06109328ed0c2a52e762049-5ece3bea0096d.jpg
সামাজিক যোগাযোগমাধ্যমে চুলের ছাঁটের নতুন এ ছবি পোষ্ট করেন রোনালদো। ছবি: টুইটার

প্রায় সাত সপ্তাহ আগে চুল কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন রোনালদো। বান্ধবী জর্জিনা রদ্রিগেজ মেশিন দিয়ে চুল কেটে দেন তাঁকে। কিন্তু রোনালদো ইতালিতে ফেরার পর তাঁকে দেখা গেছে সম্পুর্ণ ভিন্ন চেহারায়। সেই আগের মতো লম্বা চুল, তারুণ্যদীপ্ত।

৩৫ বছর বয়সী এ তারকাকে সে কথাই বলেন এক ইউনাইটেড ভক্ত, 'লম্বা চুল রোনালদোর বয়স ১০ বছর কমিয়ে দিয়েছে। অনুমোদন দেওয়া হলো।' আরেক ফুটবলপ্রেমী মন্তব্য করেন, 'রোনালদো ও মেসির চুল আমাদের তারুণ্যে ফিরিয়ে নেয়। ইউনাইটেড-বার্সার দিনগুলো।' অন্য একজন অবশ্য মনে করিয়ে দেন, 'যখন তুমি সেরা ছিলে।'

স্পোর্টিং লিসবন থেকে ২০০৩ সালে ইউনাইটেডে যোগ দেন রোনালদো। ফ্যাশন তিনি কতটা ভালোবাসেন, সেটি বোঝা গেছে তখন থেকেই। মাঠে বিশ্বসেরাদের কাতারে থাকার পাশাপাশি ফ্যাশনেও বনে যান আইকন। ২০০৯ সালে ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ রোনালদো। সেখান থেকে ২০১৮ সালে যোগ দেন জুভেন্টাসে।