ঝড়ে আতঙ্কে আ.লীগ নেতার মৃত্যু

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2017/08/14/cdf77c088e5b39ddb78e495d6dba68bb-599145466fead.jpg

বগুড়ায় প্রবল ঝড়ে মাটির ঘরের দেওয়াল ধসে পড়ায় আতঙ্কে স্ট্রোক করে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক ইউপি চেয়ারম্যান নজীর উদ্দিন সরদারের (৭৫) মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) ভোরে দ্বিতীয় দফা ঝড়ের সময় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের থিয়ট গ্রামে এই ঘটনা ঘটে। কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃতের ভাতিজা ও কাহালু উপজেলার কালাই ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের সরদার হান্নান এবং প্রতিবেশীরা জানান, ভোরের দিকে ঝড়ে কাহালুর থিয়ট গ্রামে নজীর উদ্দিন সরদারের দোতলা বাড়ি ডেবে দুই পাশের দেয়াল ধসে পড়ে। এই সময় ঘরে থাকা নজীর সরকার স্ট্রোক করে মারা যান। তিনি ঘুমন্ত অবস্থায় দেওয়াল চাপা পড়ে মারা গেছেন, প্রথমে এমন ধারণা করলেও পরে উদ্ধারের সময় তার প্রমাণ পাওয়া যায়নি।

তবে ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, ঝড়ে দেওয়াল চাপায় ঘুমন্ত অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নজীর সরদার মারা গেছেন।

এদিকে বাড়ির অপর অংশ অক্ষত থাকায় পরিবারের কেউ আহত হননি। বুধবার বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।