করোনায় চট্টগ্রামের আওয়ামী লীগ নেতার মৃত্যু

by

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম চৌধুরী মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চট্টগ্রাম নগরের ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর এবং সদরঘাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে ছিলেন।

মাজহারুল ইসলাম চৌধুরীর স্বজন ফরহাদ উদ্দিন আহমেদ বাবু গতকাল সাংবাদিকদের জানান, জ্বর-শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের  বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাজহারুল ইসলাম। ছয় দিন আগে তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনাভাইরাস পজিটিভ আসলে আনোয়ার খান মডার্ন হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। এরপর রাতে তিনি মারা যান।

প্রয়াত মাজহারুল ইসলামের মরদেহ দাফনের জন্য চট্টগ্রামে আনা হচ্ছে। তিনি নগরীর পূর্ব মাদারবাড়ি মালুম বাড়ি এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।