তার ছিঁড়ে টিনের চালে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু
by নারায়ণগঞ্জ প্রতিনিধিনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানসহ এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চার জন। বুধবার সকালে (২৭ মে) এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মা রুবিয়া (২৭) ও দুই সন্তান হাসান (৪), সুমাইয়া( ১০)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, সকালে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে ট্রান্সফরমার থেকে বিদ্যুতের তার ছিঁড়ে একটি টিনের ঘরের ওপর পড়ে। এসময় ঘর থেকে বের হতে গিয়ে সন্তানসহ মা বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। নিহতরা সবাই ওই বাড়ির আশেপাশের এলাকার বাসিন্দা। তাদের উদ্ধার করতে গিয়ে আরও ৪ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।