বাবুগঞ্জে ঝুঁকি নিয়ে ঘুড়ি উৎসব
by বাবুগঞ্জ (বরিশাল)প্রতিনিধিপৃথিবীজুড়ে যখন করোনাভাইরাস (কভিড-১৯) মহামারী আকার ধারণ করেছে। বেঁচে থাকার জন্য বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিনিয়ত করোনার সাথে যুদ্ধ করে যাচ্ছে ঠিক তখনই বরিশালের বাবুগঞ্জ উপজেলায় চলছে ঘুড়ি উৎসব।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দেহেরেগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই পাঁচ শতাধিক মানুষের সমাগম ঘটিয়ে এ ঘুরি উৎসবে মেতে উঠেছেন তারা! ছিলোনা তাদের মুখে মাস্ক,ছিলোনা সামাজিক দূরত্ব। এমন ঘুড়ি উৎসবে মেতেছেন দেহেরগতি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিএনপি নেতা মোঃ শাহিন হাওলাদার ও একই ইউনিয়নের ছাত্র মৈত্রীর নেতা সুজন আহমেদসহ অন্যরা।
এদিকে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদ্বয়ের এমন কান্ডজ্ঞানহীন কর্মকান্ডে বিস্ময় প্রকাশ করেছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার। তিনি বলেন করোনা পরিস্থিতিতে দেশে চলাচল সীমিত করে দিয়েছে সরকার সেখানে শতাধিক লোকের সমাগম ঘটিয়ে এমন কাজ যারা করেছেন খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান বলেন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা করোনা মহামারী থেকে বাঁচতে যেখানে মানুষকে সচেতন করতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন সেখানে তাদের দ্বারা এমন কাজ মোটেও কাম্য নয়।
বাবুগঞ্জ থানা ওসি মোঃ মিজানুর রহমান বলেন, চলমান করোনা মোকাবেলায় সরকার মানুষের চলাচল সীমিত করে দিয়েছে, সেখানে তারা এটা আইন বর্হিভূত কাজ করেছেন। আমি খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য মোঃ শাহিন হাওলাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা সামাজিক দূরত্ব বজায় রেখেই ঘুড়ি উৎসব করেছি।