মানিকগঞ্জে আইসোলেশন ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2016/01/13/6e5d53c28dd04f909eacef0421698adf-.jpg
মানিকগঞ্জ

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে আরও দু’জন মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) রাতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

নিহতদের একজস একজন নারী (৬০)। তার বাড়ি সাটুরিয়া উপজেলায়। অন্যজন কিশোর (১৬)। তার বাড়ি ঘিওর উপজেলায়। হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ বুধবার (২৭ মে) সকালে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ২১ মে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে আসেন সাটুরিয়া উপজেলার ৬০ বছর বয়সী ওই নারী। জরুরি বিভাগের চিকিৎসক অবস্থা পর্যবেক্ষণের পর তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। ২২ মে নমুনা সংগ্রহ করা হয়। এখনও সেই রিপোর্ট পাওয়া যায়নি। এরই মধ্যে মঙ্গলবার রাতে তিনি মারা যান। 

তিনি বলেন,  ১৬ বছর বয়সী ওই কিশোরকে শ্বাসকষ্ট ও শরীরের পেছনের দিকে ব্যথা নিয়ে মঙ্গলবার বিকাল ৫টায় ভর্তি হয়। তাকে পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে করোনা আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয় রাত ১০টার দিকে। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

এ পর্যন্ত আইসোলেশন ওয়ার্ডে থাকা অবস্থায় সাত জন মারা গেলেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জে নতুন করে আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২৮ জনে।