'সাদা এপ্রোন' গানে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের শ্রদ্ধা
by অনলাইন ডেস্ককরোনাভাইরাস পরিস্থিতি সারা বিশ্বকে থমকে দিয়েছে। গত ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরিস্থিতিকে মহামারি বলে ঘোষণা করে। বিশ্বব্যাপী লাখো মানুষ করোনাভাইরাসে সংক্রমিত। এই সংক্রমিত মানুষদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। বিশ্বজুড়ে অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনায় সংক্রমিত হয়েছেন। ২০০ জনের বেশি চিকিৎসক ও নার্স মারা গেছেন। এই তালিকায় বাংলাদেশের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও আছেন।
প্রতিনিয়ত করোনা ঝুঁকির মধ্যে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন প্রথম সারির এই যোদ্ধারা। তাঁদের উৎসর্গ করে এবং শ্রদ্ধা জানিয়ে 'সাদা এপ্রোন' নামে একটি গান লিখেছেন ডা. আশরাফুল হক সিয়াম। তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের (এনআইসিভিডি) সহযোগী অধ্যাপক। গানটি গেয়েছেন এবং সুর করেছেন এই সময়ের জনপ্রিয় শিল্পী তন্ময় তানসেন। 'সাদা এপ্রোন' পরা এই সময়ের সত্যিকারের 'নায়ক' চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা।
'সাদা এপ্রোন' গানের কথা
অচেনা সময়
বড় অজানা এ পৃথিবী
স্তব্ধ চারিদিক
শূন্য দুচোখ অমলিন..
তোমার পাশে আমি নেই
নেই আমার পাশে তুমি..
নেই নেই নেই
কিছুই আর আগের মতো নেই
তুমি কি সেই?
যে বদলে দেবে এক ছোয়াতেই।
এ সাদায় মুছে যাক সব পরাজয়
এ সাদায় জন্ম নিক আজ বিজয়
এ সাদায় ফিরে আসুক জীবন
তুমিই তো সাদা
তুমিই সেই সাদা এপ্রোন।
তুমি এ সময়ে পৃথিবীর স্বজন।