https://paloimages.prothom-alo.com/contents/cache/images/1600x0x0/uploads/media/2018/05/31/dd9d0568e15797915cb450a4ff337543-5b0ff9385b4fc.png
প্রতীকী ছবি

তার ছিড়ে টিনশেড বাড়ির ওপর, বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু

by

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলায় ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে দুটি টিনশেড বাড়ির ওপর পড়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ তিনজনের মৃত্যুর হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। বুধবার সকালে উপজেলার উত্তর রসুলবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন রসুলবাগ এলাকার রবিউল ইসলামের ছেলে হাসান (৩), আবদুল মান্নানের মেয়ে সুমাইয়া (১৩) ও আলমগীর হোসেনের স্ত্রী রুবিনা আক্তার (২৫)। আর আহত ব্যক্তিরা হলেন হাসানের বাবা রবিউল ও মা শাবানা বেগম, মনোয়ারা আক্তার, জান্নাত এবং রিয়াদ। আহতদের স্থানীয় হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রসুলবাগ এলাকার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক শাজাহান সাজু বলেন, সকালে ঝড়ে ৪২০ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনে স্পার্ক করে তার ছিঁড়ে শাহীন মিয়া ও রুবেল হোসেনের টিনশেড বাড়ির ওপরে পড়ে। এতে ওই দুটি বাড়ি বিদ্যুতায়িত হয়। বাড়ির লোকজন ঘর থেকে বের হতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। পরে বিদ্যুৎ অফিসের লোকজন এসে লাইন ঠিক করে দেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক প্রথম আলোকে বলেন, বজ্রপাত ট্রান্সফরমারের ওপরে পড়লে তার ছিঁড়ে টিনশেড বাড়ির ওপরে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন।