খাগড়াছড়িতে করোনার উপসর্গ নিয়ে গার্মেন্ট কর্মীর মৃত্যু

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2019/12/20/358e3e20d01b0a4a4b995dd1c6cb6ff5-5dfce695317dc.jpg
খাগড়াছড়ি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় করোনার উপসর্গ নিয়ে এক গার্মেন্ট কর্মী মারা গেছেন। প্রশাসনের উদ্যোগে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে এবং দাফন কাফনের ব্যবস্থা করা হয়।

পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের চেয়ারম্যান পাড়ার বাসিন্দা কোরবান আলীর মেয়ে গার্মেন্ট কর্মী শারমিন আক্তার (২৩) ১৯ মে চট্টগ্রাম হতে গ্রামের বাড়িতে আসে। বাড়িতে আসার পর থেকে সে সর্দি, কাশি, জ্বর ও গলাব্যথায় ভুগছিল। স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে গেলে তিনি উপজেলা হাসপাতালে যোগাযোগ করে চিকিৎসার কথা বলেন। তবে লোক লজ্জার ভয়ে তারা যাননি। বাড়িতে রেখে প্যারাসিটামল খাওয়াচ্ছিলেন। এ অবস্থায় মঙ্গলবার বিকালে সে মারা যায়।

করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ায় গ্রামের কেউ তার দাফন- কাফনে রাজি না হওয়ায় বিষয়টি শেষ পর্যন্ত বিষয়টি প্রশাসনের নজরে আনা হয়। পরে রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহে একটি টিম, ইসলাম ফাউন্ডেশনের একটি টিম নিয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা জানান, মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। দু’একদিনের মধ্যে ফলাফল জানা যাবে।

মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ আমির হোসেন জানান, বিষয়টি অবগত হওয়ার পর পুলিশের পাশাপাশি ইসলামী ফাউন্ডেশনের একটি টিম ঘনাস্থলে যায় এবং রাতে ধর্মীয় মতে দাফন করা হয়।