চন্দনাইশে করোনা আক্রান্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
by চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিচট্টগ্রামের চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি’র সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানা, ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী দীর্ঘদিন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। গত ২৩ মে তিনি শারীরিকভাবে অসুস্থ অনুভব করায় নমুনা সংগ্রহ করা হয়। পরে চট্টগ্রাম বিআইটিআইডিতে পরীক্ষার জন্য দেওয়া হয়। মঙ্গলবার রাতে চন্দনাইশ উপজেলার মধ্যে একমাত্র পজিটিভ পাওয়া রোগী হলেন ডাক্তার শাহিন হোসাইন চৌধুরী।