বরিশালে পুলিশসহ আক্রান্ত ১৪
by বরিশাল অফিসবরিশালে মঙ্গলবার আরও ১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজের ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হয়। জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে এতথ্য নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্য একজন পুরুষ সদস্য (৪৫), তার পরিবারের দুজন সদস্য রয়েছেন। তাদের একজন নারী (৩২)। আরেকজন শিশু (১০)। এছাড়া নগরীর সাগরদী বাজার এলাকার বাসিন্দা দুজন নারী রয়েছেন। যাদের বয়স ৩৫ ও ৩০ বছর। একই এলাকার দুজন পুরুষ রয়েছেন। যাদের বয়স ৬০ ও ৪৮ বছর। এছাড়া চাঁদমারি মাদরাসা সড়ক এলাকার পুরুষ (৬৩), দক্ষিণ আলেকান্দা এলাকার পুরুষ (৪৫),ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকার পুরুষ (৫১), সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চার আইচা গ্রামের যুবক (২৫), উজিরপুর উপজেলার যুবক (২২), বাকেরগঞ্জ উপজেলার যুবক (২৫) ও মেহেন্দিগঞ্জ উপজেলার এক নারী (৩০) রয়েছেন।
বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, নমুনা রিপোর্ট পাওয়ার পর আক্রান্ত ১৪ জনের বাড়িসহ অবস্থান লকডাউন করা হয়েছে। তাদের যাতায়াত ও সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে।