বরিশালে করোনা ইউনিটে দুজনের মৃত্যু

by

বরিশালে করোনার উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে শেরে-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সূত্র জানায়, মারা যাওয়া রোগীদের একজন বরিশালের বাকেরগঞ্জ কাফিলা গ্রামের পুরুষ (৫৫)।  অন্যজন পটুয়াখালীর কলাপাড়া মাছুয়াকান্দি গ্রামের নারী (৫০)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল দশটার দিকে করোনার উপসর্গ নিয়ে মাছুয়াকান্দি গ্রামের নারী হাসপাতালে ভর্তি হন। বেলা তিনটার দিকে তিনি মারা যান। অপর দিকে কাফিলকান্দি গ্রামের ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সকাল সাড়ে দশটার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। তিনিও চিকিৎসাধীন অবস্থায় বেলা তিনটার দিকে মারা যান। এর আগে গত শুক্রবার ও সোমবার রাতে করোনা ওয়ার্ডে দুজন রোগী মারা গেছেন।

হাসপাতালের পরিচালাক ডা. মো. বাকির হোসেন বলেন,‘করোনা ওয়ার্ডে মারা যাওয়া দুজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শেবাচিম কলেজের পিসিআর ল্যাবে তা পরীক্ষা করা হবে।’