বেড়াতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

by

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পূণর্ভবা নদীতে ডুবে মৃত্যু হয়েছে লাবিব (১৪) নামে এক স্কুলছাত্রের। ঢাকা থেকে দাদার বাড়িতে বেড়াতে গিয়ে তার মৃত্যু হয়। মঙ্গলবার বিকেলে লাবিবের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

সূত্র জানায়,কাস্টমস অফিসার মইনুল ইসলাম স্বপনের ছেলে লাবিব ঢাকায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেনীর ছাত্র। তার দাদার বাড়ি গোমস্তাপুর উপজেলার আলীনগর ইউনিয়নের উত্তর মকরমপুর গ্রামে। এক সপ্তাহ আগে পরিবার সদস্যদের সাথে লাবিব নানা বাড়ি নাদেরাবাদ গ্রামে বেড়াতে আসে। ঈদ উদযাপনের পাশাপাশি মঙ্গলবার তারা বেড়াতে এসেছিল পাশেই দাদা বাড়িতে।

মঙ্গলবার দুপুরে পিতামাতা ও বড় ভাইয়ের সাথে লাবিব ঘুরতে পূণর্ভবা নদীর ধারে যায়। সেখানে বড়ভাই বুয়েট ছাত্র ফারহান তানভির উৎস ও লাবিব গোসল করতে নদীতে নামে। নদীর পাড়ে বসে ছিলেন বাবা ও মা। তারা এক পর্যায়ে দেখতে পান দুই সন্তান নদীতে ডুবে যাচ্ছে। স্থানীয়দের সহায়তায় উৎসকে উদ্ধার সম্ভব হলেও লাবিব নদীর পানিতে তলিয়ে যায়। কয়েকঘন্টা চেষ্টার পর বিকেলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল লাবিবের মরদেহ উদ্ধার করে।