নিলুফার মঞ্জুরের মৃত্যুতে বসুন্ধরা পরিবারের শোক

by

ঢাকার সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী অধ্যক্ষ নিলুফার মঞ্জুরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

মঙ্গলবার এক শোক বার্তায় বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলা হয়, নিরহংকারী সমাজসেবী শিক্ষাবিদ নিলুফার মঞ্জুর দেশে প্রথম ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করেন এবং আজকের সানবীম স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে ইংরেজি শিক্ষা ব্যবস্থাপনা এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার এই অবদান জাতি চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। 

এর আগে মঙ্গলবার প্রথম প্রহরে নিলুফার মঞ্জুর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।