ঢাকা নদীবন্দরে ৫০০ মানুষের মাঝে বিশেষ খাবার বিতরণ
by নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমসকরোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া নৌশ্রমিক ও ঢাকা নদীবন্দর এলাকায় কাজ করে জীবিকা নির্বাহ করত এমন পাঁচশো মানুষের মাঝে ঈদের রান্না করা বিশেষ খাবার বিতরণ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
সোমবার ঈদের দিন দুপুরে ঢাকা নদীবন্দর টার্মিনালে ইসাবেলা ফাউন্ডেশন ও মজার স্কুলের সহযোগিতায় এ খাবার দেয়া হয়।
বিআইডবিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদী বন্দর) এ কে এম আরিফ উদ্দিন জানান, কর্মহীন নৌশ্রমিক, মাঝি, দিনমজুর, অসহায় ছিন্নমুল মানুষ, দরিদ্র পীড়িত ভবঘুরে এমন পাঁচশো মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের দিনের বিশেষ রান্না করা খাবার হিসেবে চিকেন পোলাও, সেমাই ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
ইসাবেলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার সরেজমিনে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন।
ঢাকাটাইমস/২৫মে/কারই/এমআর