https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/05/25/image-167664.jpg

শেখ মামুনুর রশীদের একগুচ্ছ কবিতা

by
https://www.dhakatimes24.com/templates/web-v1/images/eValy-4-4-2020.png

শর্ত

চুড়ির মতো শব্দ করে যেদিন ভেঙেছ শর্ত

সেদিনই আমাদের প্রেম ভেঙে গেল।

মেঝেতে এখন টুকরো টুকরো কাঁচ

ছড়িয়ে ছিটিয়ে আছে ছোপ ছোপ রক্তের মতো।

প্রেম আছে বলেই তো আজ এত অভিমান

ভালোবাসি বলেই তো দূরে থাকা, নিরবে সব সয়ে যাওয়া।

মেলা

সব মেলাতো দুদিনের

এর বেশি জমাতে গেলে তাতে ময়লা জমে

এই দুদিনের মেলায় আসল যেটুকু লাভ

সেটুকু পেলেই আমি ধন্য।

চোখ

ওই চোখে আর এ চোখ রাখব না

আছে হারিয়ে যাবার ভয়

আছে ডুবে যাওয়ার, ভেসে যাওয়ার ভয়।

ওই চোখে আর এ চোখ রাখব না

ওই চোখ কেবলই টেনে নেয়

চন্দ্রগ্রহণের মতন আমাকে গিলে খায়।

কালবোশেখী

হঠাৎ এক কালবোশেখী ঝড়

এলোমেলো করে দিল হৃদয়ের বর্ণমালা

যেখানে অ আ ক খ লেখা ছিল

ভালোবাসার পৃষ্ঠায়।

শব্দ জুড়ে ভাষা, শব্দ জুড়ে জীবন

শব্দের খেলায় খেলায় ভাঙা গড়া।

হঠাৎ এক কালবোশেখী ঝড়

কেটে দিল সুতা, উড়িয়ে নিল ঘুড়ি

দূর থেকে দূরে, মিলিয়ে যেতে যেতে

ভালোবাসাও হারিয়ে গেল।

আজ আকাশ জুড়ে মেঘ, আকাশ জুড়ে কান্না

আজ বেদনা সব জড়ো হয়েছে ওই নীল পৃষ্ঠায়।

নয়া প্রেম

একটা জীবন পা‌ড়ি দি‌য়েও

আজ প্রশ্ন জা‌গে ক‌তটা পথ এগুলাম

এত কথা, কত কথা

তবুও মনে হয় বহু বছর ম‌নের ম‌তো ক‌রে কথা হয় না

ম‌নে হয় বহু‌দিন ম‌নম‌তো ভা‌লোবাসা হয় না

ম‌নে হয় এক অদ্ভুত অপূর্ণতা ঘি‌রে আছে

আমাদের জীবন সন্ধ্যা পা‌নে।

এই জীব‌নে না হোক, অন্য জীব‌নে

আশায় রইলাম বেহালার সু‌রে মাতাল হ‌বে

ধ্বংসস্তু‌পে বিলীন হ‌বে

জাদুর ছোঁয়ায় ‌নে‌চে উঠ‌বে ভা‌লোবাসার না‌গিন

‌বেহুলা বাতা‌সে উড়ি‌য়ে নে‌বে যুগল প্রাণ

সেই বাতা‌সে আমি তু‌মি বিলীন হ‌ব

‌ফি‌রে আসব আবার, নয়া প্রে‌মের টা‌নে ।

কথা ছিলো

অ‌নেক দিন দেখা হয় না

হ্যাঁ, অনেকদিন দে‌খিনা তোমাকে

তুমি নেই ব‌লে তোমার বাসার সামনের

ওই রাস্তায় বহু‌দিন যাওয়া হয় না।

কথা ছি‌ল তু‌মি আস‌বে

গত শী‌তে, যেভা‌বে দল বেঁধে অতিথি পা‌খিরা আসে

কথা ছি‌ল এই বরষায় আসবে

যখন কদম ফুল ফুট‌বে।

‌এবার বৈশা‌খে দেখা হবার কথা ছি‌ল

ফাগু‌নে, প্রভাত ফেরী‌তে, বইমেলায়

কিংবা বিজয়ের দি‌নে

তু‌মি আসলে না, তাই আর দেখা হ‌ল না ।

বাবুই

নীল খামের ভেতরে যে প্রাণ লেপ্টে আছে

সেখানে কেবলই তুমি

আমার একলা আকাশে ওড়া

একটি বাবুই পাখি।