করোনায় বড় ভাইয়ের মৃত্যুর ৮ দিনের মাথায় মারা গেলেন ছোট ভাইও

by

প্রবাসে বড় ভাই করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার মাত্র ৮ দিনের মাথায় আরেক প্রবাসী ছোট ভাইও এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। তাদের বাড়ি রাউজানের ১০নম্বর পূর্ব গুজরা ইউনিয়নের মধ্যম আধার মানিক গ্রামে।

মো. হারুন নামের (৪০) নামের এই দুবাইপ্রবাসী সোমবার বাংলাদেশ সময় রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সেদেশের একটি হাসপাতালে মারা যান। তিনি মধ্যম আধার মানিক গ্রামের এনায়েত ফকিরের বাড়ির মৃত নজির আহমেদের ছেলে।

তার দেশের বাড়ির আত্মীয় স্বজনরা সোমবার রাতে হারুনের মৃত্যু নিশ্চিত হন সেদেশে অবস্থানকারী আরেক ছোট ভাই মো. রফিকের মাধ্যমে। হারুনের আত্মীয়-স্বজনরা জানান, প্রবাসী হারুন প্রায় একমাস ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেদেশের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ পর্যন্ত সোমবার রাতে তিনি মারা যান। হারুন ২ ছেলে ও ১ কন্যা শিশুসন্তানের জনক ছিলেন। 

স্থানীয়রা জানান, গত ১৭ মে হারুনের বড় ভাই ওমানপ্রবাসী লোকমানও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান প্রবাসে। মাত্র ৮ দিনের ব্যবধানে দুবাইপ্রবাসী মৃত্যুর খবরে তার পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।