বগুড়ায় চিকিৎসকসহ নতুন ৮ জন শনাক্ত

by

বগুড়ায় সোমবার নতুন করে আরও ৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সদরের চারজন, সোনাতলার দুজন, সারিয়াকান্দি ও নন্দীগ্রামের একজন করে। আক্রান্তদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছেন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়,করোনা আক্রান্ত সদরের চারজনের মধ্যে দুজন নাটাইপাড়ার। একজন উপশহরের বাসিন্দা ও পেশায় চিকিৎসক। বাকি একজন কৃষ্ণপুর এলাকার। সোনাতলা দুইজনের মধ্যে একজনের বাসা পাকুল্লায়। তিনি রংপুর ফেরত। অপরজন আগুনেতাইর এলাকার। সারিয়াকান্দির আক্রান্তের বিস্তারিত তথ্য জানা যায়নি। এছাড়া আক্রান্তদের মধ্যে রয়েছেন নন্দীগ্রামের এক নারী চিকিৎসক। তিনি শজিমেকে দায়িত্বে আছেন।

সর্বশেষ ৮ জনসহ বগুড়ায় করোনাভাইরাসে মোট আক্রান্ত ১৭৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মারা গেছেন একজন। চিকিৎসাধীন রয়েছেন ১৬২ জন।