জমি নিয়ে বিরোধে দুই নারীসহ তিনজনকে পিটিয়ে আহত

by

বরিশালের বানারীপাড়ার চাখারের বড় ভৈৎসর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই নারীসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ব্যাপারে আহত আল-আমিন মল্লিক বাদী হয়ে ৯ জনকে সুনির্দিষ্ট ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আসামিরা হলেন- সায়েদ মৃধা (৩০), দুলাল মৃধা (৩৮), খাইরুল ইসলাম মৃধা (২৫), শাহ আলম মৃধা (৬৫), আনিচ মৃধা (৩৭), ইসরাফিল মৃধা (৪৫), আছমা (১৬), মুক্তা বেগম (৩২) ও ইউনুছ মৃধা (৫০)। এছাড়াও আরো ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। 

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামে সোমবার দুপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে উল্লেখিত আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আল-আমিন মল্লিকের ঘরে প্রবেশ করে তাকে বেধরক পিটিয়ে আহত করে। এ সময় তার মা লিলি বেগম (৫০) ও স্ত্রী কুলসুম বেগম (২০) তাকে রক্ষা করতে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। 

এছাড়া কুলসুমকে শ্লীলতাহানি করে তার কানের ঝুমকা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আসামিরা এসময় আল-আমিন মল্লিকের বসতঘর ও আসবাবপত্র ভাঙচুর করে ক্ষতিসাধন করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।