বগুড়ায় দুই চিকিৎসকসহ আট করোনা রোগী
by বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমসবগুড়ায় চিকিৎসকসহ নতুন করে আটজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। সোমবার রাত নয়টায় তিনি এ তথ্য জানান।
ডেপুটি সিভিল সার্জন জানান, সোমবার শহীদ জিয়াউর রহমান মেডিকেলের পিসিআর ল্যাব থেকে ৯৪টি নমুনার ফলাফল পাওয়া যায়। যার মধ্যে বগুড়ার নমুনা ছিল ৭৬টি। এই ৭৬ জনের মধ্যে আটজনের নমুনায় করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এছাড়া জয়পুরহাটের ১৮টি নমুনার ফলাফল সবগুলোই নেগেটিভ। বগুড়ার নতুন আক্রান্তদের মধ্যে চারজন সদরের। তাদের দুজনের বাড়ি নাটাইপাড়া এলাকায়। উপশহরের একজন চিকিৎসক এবং কৃষ্ণপুর এলাকার একজন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। সোনাতলার দুইজনের মধ্যে একজনের বাড়ি পাকুল্লায়। তিনি রংপুরফেরত। অপরজনের বাড়ি আগুনেতাইড় এলাকায়। নন্দীগ্রামের একজন নারী চিকিৎসক রয়েছেন। এছাড়া সারিয়াকান্দির একজনের ফলাফলে করোনা পজিটিভ এসেছে।
বগুড়ায় এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬ জন।
(ঢাকাটাইমস/২৫মে/এলএ)