রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা করোনা আক্রান্ত

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/26/a1ea071c094bc6548bce83f2dfbf9814-5ecc496a7aab0.jpg
মামুনুর রশিদ

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত মামুনুর রশিদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (২৫ মে) সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় তার করোনার রিপোর্ট পজিটিভ বলে জানায়। মামুনুর রশিদ নিজেই বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি সৌদি কর্তৃপক্ষের সঙ্গে করোনা নিয়ে তথ্য ও সহযোগীতার বিষয়ে ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আছেন।

মামুনুর রশিদ বলেন, ‘আমি বর্তমানে জ্বর, সর্দি, কাশি, স্বাদ ও গন্ধহীনতায় ভুগছি। এখন পর্যন্ত শ্বাসকষ্ট নেই। শরীরের তাপমাত্রা ১০১-১০৩ এর মধ্যে ওঠানামা করছে। নিজ বাসায় এক রুমে ঈদের দিন সকাল থেকে আইসোলেটেড আছি।’

সবার দোয়া কামনা করে তিনি বলেন, ‘স্ত্রী ও ছেলেমেয়ে সবারই টেস্ট করিয়েছি। তাদের রেজাল্ট এখনও আসেনি।’