ফুপাতো ভাইয়ের দায়ের কোপে মামাতো ভাইয়ের মৃত্যু

by

যশোরের অভয়নগরে ফুপাতো ভাই জাকির হোসেন মোল্যার (৩০) দায়ের কোপে আহত মামাতো ভাই এরশাদ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ঈদের দিন সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাপতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় অভয়নগর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে।

নিহত এরশাদ আলী বিশ্বাস উপজেলার পুড়াখালী গ্রামের ইবাদ আলী বিশ্বাসের ছেলে এবং খুনি জাকির হোসেন মোল্যা একই গ্রামের মোহাম্মদ আলী জিন্নার ছেলে। সম্পর্কে তাঁরা একে অপরের মামামো-ফুপাতো ভাই ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার ঈদের আগের দিন সন্ধ্যায় এরশাদ আলী পুড়াখালী ফকির বাগান বাজারে একটি চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তাঁর ফুপাতো ভাই জাকির হোসেন একটি গাছী দা হাতে সেখানে উপস্থিত হন এবং তাঁর স্ত্রীকে বাজে কথা বলা হয়েছে বলে হাতে থাকা দা দিয়ে এরশাদের কাঁধে একটি কোপ দেন। স্থানীয় ব্যবসায়ী এগিয়ে আসলে জাকির পালিয়ে যায়। পরে আহত এরশাদকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, রবিবার সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আহত এরশাদ আলী বিশ্বাসকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিক্যালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল আনুমানিক ৯টার সময় তিনি মারা যান। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।

এ ব্যাপারে উক্ত (শ্রীধরপুর) ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, মামাতো-ফুপাতো ভাইয়ের মধ্যে ব্যক্তিগত সমস্যা ছিল। তবে এভাবে কুপিয়ে হত্যার ঘটনা দুঃখজনক। তিনি খুনের বিচার দাবি করেন।