লাকসামে নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত
by লাকসাম (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার লাকসামে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। আজ সোমবারও (২৫ মে) নতুন করে আরো তিনজন করোনায় আক্রান্ত হয়েছে। এই নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। আক্রান্তরা হচ্ছেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক, স্থানীয় একটি ফামের্সীর মালিক এবং একটি ওষুধ কম্পানির মেডিক্যাল প্রমোশন অফিসার। উপজেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
নতুন আক্রান্তদের মধ্যে ৫৭ বছর বয়সী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়কের বাড়ি লালমাই উপজেলার গোলাচৌঁ গ্রামে। ৩/৪দিন থেকে তার জ্বর ও গলাব্যাথা থাকলেও বর্তমানে তার হাল্কা মাথাব্যথা ছাড়া অন্য কোনো উপসর্গ নেই।
অপরজন স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীত পাশে একটি ফার্মেসীর মালিক। তিনি পশ্চিমগাঁও এলাকার বাসিন্দা। তার শরীরে প্রথমে জ্বর থাকলেও এখন তা নেই। তবে কাশি রয়েছে। আক্রান্ত ফার্মেসী মালিকের বাসার এক ভাড়াটিয়াও করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি অপসোনিন ওষুধ কম্পানির মেডিক্যাল প্রমোশন অফিসার। তার বয়স ৩০ বছর। তার শুকনো কাশি রয়েছে বলে জানা গেছে।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল আলী বলেন, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। কারো শরীরে করোনা উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিক লাকসাম স্বাস্থ্য বিভাগকে অবহিত করার তিনি সকলের প্রতি আহবান জানান।