ভিক্ষুক-পথশিশুদের মাঝে ইউএনও'র খাবার বিতরণ

by

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ঈদের দিন নিজের অর্থায়নে খাবার বিতরণ করেছেন। দুপুরে তিনি উপজেলার বিভিন্ন এলাকার ২৫০ জন ভিক্ষুক, পথশিশু ও ভাসমান মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেন।

সড়ক বাজার ও খড়মপুর মাজার এলাকায় বিতরণ করা খাবারের মধ্যে ছিলো সেমাই, পোলাও, মাংস, ডিম। খাবার পেয়ে উপকারভোগীরা ইউএনও'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন, ভাসমান ভিক্ষুক ও পথশিশুরা ইচ্ছে থাকলেও উন্নতমানের খাবার খেতে পারেন না। তাঁদের হাতে ঈদের দিনের বিশেষ খাবার তুলে দিয়ে নিজে খেতে এলাম। এটা খুবই আনন্দের।