এবার করোনা শনাক্ত বান্দরবান শহরে

by

দূরবর্তী উপজেলাগুলোতে এতদিন করোনার ছোবল লাগলেও আজ ঈদের দিনে যে দুজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে- তারা দুজনই বান্দরবান শহরে বসবাস করেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানান, তাদের মধ্যে একজন কক্সবাজার জেলার বাসিন্দা। তিনি স্থানীয় লুম্বিনী লিমিটেড নামে একটি গার্মেন্ট কারখানায় শ্রমিক হিসেবে নিয়োজিত।

১৮ মে কাজে যোগ দিতে এলে তার শরীরে তাপমাত্রা বেশি থাকায় কারখানা প্রশাসন তাকে হাসপাতালে পাঠান। সেখানে তার নমুনা নেওয়া হয়। পজিটিভ শনাক্ত হওয়া অপরজন চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা। বান্দরবান শহরে তিনি মাস্ক, হ্যান্ডগ্লাভসের ব্যবসা করেন।

গত ১৮ মে কাশি ও গলা ব্যথা নিয়ে বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসার পর সন্দেহবশত তাদের নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়।  আজ তাদের রিপোর্ট জেলা স্বাস্থ্য বিভাগের হাতে আসে।

সবশেষ দু'ব্যক্তিসহ বান্দরবানে মোট আক্রান্তের সংখ্যা ১৭ জনে পৌঁছাল। এদের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ৮ জন বাড়ি ফিরে গেছেন।