করোনাজয়ী পুলিশ সদস্যদের সঙ্গে ওসির শুভেচ্ছা বিনিময়

by

করোনাজয়ী সম্মুখ যোদ্ধা পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।

আজ (২৫ মে) রবিবার সকালে কেরানীগঞ্জ আগানগর আমবাগিচা কলেজ মাঠে এ শুভেচ্ছা বিনিময় করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মডেল থানার অপারেশন অফিসার আসাদুজ্জামান টিটু ও কেরানীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মিন্টু।

উপস্থিত করোনাজয়ী প্রত্যেক পুলিশ সদস্যকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।

সুস্থ হয়ে ফিরে আসা সদস্যরা জানান, আমরা অসুস্থ থাকা কালীন সময়ে আমাদের পুলিশ সুপার মহোদয়, মডেল থানার ওসি মহোদয় আমাদেরও বাসার নিয়মিত খোঁজ-খবর নিয়েছেন। আমাদের মনোবল দৃঢ় করতে সাহস যুগিয়েছেন। আমরা এখন সুস্থ আবার দেশের সেবা করতে প্রস্তত।

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, শুধু কেরানীগঞ্জের মানুষকে সচেতন করতে গিয়ে আমার থানার পুলিশ সদস্যরা সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে। তবে আল্লাহর রহমতে এরা সবাই সুস্থ হয়ে ফিরে এসেছে। আমার পুলিশ সদস্যরা আক্রান্ত হলেও তাদের মনোবল ছিলো দৃঢ়। তারা আবার ৭১ এর মুক্তিযুদ্ধের মতো দেশপ্রেম নিয়ে মানুষের সেবায় আত্মনিয়োগ করবে।

তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, আপনারা সুস্থ হয়ে ফিরে এসেছেন তবে সবাই সাবধানে থাকবেন যেন আবার আক্রান্ত হয়ে না পড়েন।