https://www.somoynews.tv/img/upload/medium/barjee-215644.jpg

পশ্চিমবঙ্গের নদীতে ডুবে গেল বাংলাদেশের বার্জ

by

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে ফ্লাই অ্যাশ নিয়ে ফেরার পথে রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার নামখানার হাতানিয়া দোয়ানিয়া নদীতে বাংলাদেশের ‘এমভি প্রিয়াঙ্কা' নামের একটি বার্জ ডুবে গেছে। 

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গাড়ি পারাপারের জেটিতে ধাক্কা লেগে সোমবার (২৫ মে) সকালে বার্জটি ডুবে যায়।

এসময় নৌযান থেকে জরুরি বার্তা পেয়ে স্থানীয় প্রশাসন ১২ জনকে সুস্থ উদ্ধার করে।

বার্জের চালক জানান, পশ্চিমবঙ্গ থেকে তারা ৮০০ থেকে ৯০০ টন ফ্লাই অ্যাশ নিয়ে ফিরছিলেন।