কিসের করোনা! ঈদের সন্ধ্যায় লোকারণ্য হাতিরঝিল
by বেলায়েত হোসাইনকরোনাভীতি উপেক্ষা করে ঈদের অবকাশ যাপনে রাজধানীর বিভিন্ন স্থানে ভিড় লাগে মানুষের। হাতিরঝিলসহ বেশকিছু বিনোদনকেন্দ্র লোকে লোকারণ্য হয়ে উঠে। সেনাবাহিনীর ধাওয়া খেয়ে কিছুটা ছত্রভঙ্গ হলেও সন্ধ্যার দিকে আবারো ঘটে জনসমাগম।
ভয় কিংবা আতংক, কোনো কিছুরই যেন তোয়াক্কা নেই। মহামারীর করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই তাই ঈদের অবকাশে রাজধানীবাসী। তারা বলেন, বের হলাম হাওয়া বাতাস খাওয়ার জন্য। লকডাউনে বাসায় থেকে বোর হয়ে গেছি। তাই বের হয়েছি।
সোমবার (২৫ মে) ঈদের দিন দুপুরের পর থেকে ভিড় বাড়তে থাকে হাতিরঝিল এলাকায়। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী নারী পুরুষের আনাগোনা বেড়ে যায়। অনেকের মুখেই ছিল না মাস্ক, ছিল না নূন্যতম সচেতনতা। অজুহাত দেখিয়ে তারা বলেন, এতটা বোর হয়ে গেছি এই করোনা নিয়ে তাই এখন আর এগুলো কিছু মনে হয় না। কেউ কেউ বলেন, মাস্ক ভুলে বাসায় রেখে এসেছি।
সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে অসচেতন উৎসুক নাগরিকদের সরিয়ে দেন সেনাবাহিনীর সদস্যরা। কিন্তু সন্ধ্যা ঘনাতেই আবারো যা তাই; লোকে লোকারণ্য হাতিরঝিল।