ব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি মেনে ঈদের জামাত
by ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মসজিদে প্রবেশের সময় জীবানুনাশক ছিটিয়ে ও মসজিদে নিরাপদ দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ আদায় শেষে প্রথাগত কোলাকুলি করার দৃশ্য ছিল এবার অনুপস্থিত। ঈদের নামাজ চলাকালে পুলিশ ও র্যাব সদস্যরা মসজিদের বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
সূত্র জানায়, সকাল সাতটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় শহরের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে একই মসজিদে সকাল পৌনে আটটায় দ্বিতীয় ও সকাল সাড়ে আটটায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন কেন্দ্রীয় ঈদগাহ জামাতের ইমাম নোমান আল হাবিব। কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা
প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড: লোকমান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন।
এছাড়া শহরের জামিয়া ইউনুছিয়া মসজিদ, ভাদুঘর শাহি জামে মসজিদ, কুমারশীল মোড় মদিনা সজজিদ, শেরপুর জামে মসজিদ, পুলিশ লাইস জামে মসজিদ, মেড্ডা বাসষ্ট্যান্ড জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে কয়েক ধাপে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ আদায়কালে মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি বৈশ্বিক করোনা মহামারি থেকে মুক্তি লাভের জন্যে বিশেষ মোনাজাত করা হয়।
জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, ‘করোনা ভাইরাসের কারণে এবছর ভিন্ন প্রেক্ষাপট হাজির হয়েছে। আমরা সবাই নিরাপদ দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করেছি। এবারের ঈদে আমরা মানুষকে ঘরে থাকার জন্য নির্দেশনা দিয়েছি। ঘরে থাকলেই মানুষ সুস্থ থাকতে পারবেন। ঘরে থাকার মাধ্যমে আমরা এই মহামারীকে পরাজিত করব।’