বিজয়নগরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ওয়ার্কার্স পার্টির ঈদ উপহার
by ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে অবস্থানরত ৫৫ জন ও সেখানে কর্মরত ২০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে ফল ও মিষ্টি দিয়েছে ওয়ার্কার্স পার্টি।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, রাশেদ খান মেনন এমপি’র পক্ষে সোমবার সকালে এসব উপহার তুলে দেওয়া হয়। বিজয়নগর ওয়ার্কার্স পার্টির নেতা সঞ্জয় রায় পোদ্দার, শ্রমিক নেতা সাহিন শাহ, অপূর্ব দেব, কাউসার আলম এসব ঈদ উপহার তুলে দেন।
উপজেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী এ সময় ভিডিও কনফারেন্সে ৫৫ জনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ও তাঁদের খোঁজ-খবর নেন।