ঈদের দিনে ৩০০ প্যাকেট খাবার বিতরণ করলেন কবীর

by

ঈদের দিন হতদরিদ্র ৩০০ মানুষকে খাবার দিলেন আওয়ামী লীগ নেতা গোলাম সারোয়ার কবীর। আজ সোমবার দুপুরে রাজধানীর বাংলামোটর, মগবাজার রেলক্রসিং এলাকায় এ খাবার বিতরণ করা হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ সম্পাদক গোলাম সারোয়ার কবীর বলেন, ঈদের দিনে অনেক গরিব মানুষ বিশেষ করে যারা রাজধানীতে রিকশা চালান তারা অনেকেই ভালো খাবার পান না। এ জন্য আমার সামর্থ্য অনুযায়ী কিছু মানুষকে ভালো খাবার দেওয়ার চেষ্টা করছি। দুপুরে আমার ছেলে আয়মান সারোয়ার সাম্য এবং ভাতিজা রফিকুল বাবুকে সঙ্গে নিয়ে তিন শ প্যাকেট খাবার বিতরণ করেছি।

তিনি বলেন, এ বছর করোনার সময় আমরা ঈদ উদযাপন করছি যখন করোনার মহামারির সাথেও যুদ্ধ করতে হচ্ছে। ফলে ঈদের আনন্দ নেই। তবে দরিদ্র অসহায় কর্মহীন মানুষ যেন না খেয়ে থাকে সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। আমরা সে আহ্বানে সাড়া দিয়ে সাধ্য মতো মানুষের পাশে থাকার চেষ্টা করছি।

উল্লেখ্য, করোনা মহামারীর শুরু থেকেই নিজ জেলা মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৪০০ পরিবারকে খাদ্য সহায়তা দেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি কবীর। এ ছাড়াও তিনি মুন্সিগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকার শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ২৮টি ইউনিয়নে ৩৫টি জীবাণুনাশক ছিটানোর স্প্রে মেশিন বিতরণ করেছেন।