ঈদের নাটক-টেলিছবি: তৈরি হলো ফিরে দেখার সুযোগ
by সুধাময় সরকারএবারের টিভি মিডিয়ার ঈদ আয়োজনটি মূলত ফিরে দেখার। সাম্প্রতিক সময়ের ৯০ ভাগ নাটক-টেলিছবি যখন নির্দিষ্ট দুটি জুটিতে আটকে গেল। একই মুখ দেখে দেখে ক্লান্ত প্রতিক্রিয়া জানাচ্ছিল দর্শক-সমালোচকরা। ঠিক তখনই করোনাকাল ঘুরিয়ে দিলো চলমান চাকা। ফিরিয়ে নিলো পেছনে- ঠিক এখান থেকে তাকালে যতদূর দেখা যায়।
ঈদের আগেই বিটিভিতে প্রচার শুরু হলো আশি-নব্বই দশকের জনপ্রিয় ধারাবাহিকগুলো। সেই রেশ পাওয়া যাচ্ছে দেশের প্রতিটি টিভি চ্যানেলের ঈদ আয়োজনে। নাটক বলুন আর টেলিছবি, ‘আনন্দমেলা’ বলুন আর ‘ইত্যাদি’- সবখানেই যেন চলছে এই সময়ে দাঁড়িয়ে পিছু ফিরে দেখার অসাধারণ সব আয়োজন!
তবে পুরনো অনেক অসাধারণ কাজের ফাঁকে রয়েছে বেশ কিছু নতুন কাজও। দুটো মিলিয়ে দর্শকদের সুযোগ এলো ‘যায় দিন ভালো’ মূল্যায়নের! নিচে তুলে ধরা হলো ঈদের দ্বিতীয় দিনের (২৬ মে) নাটক ও টেলিছবির যত আয়োজন।
এনটিভি
নাটক ‘বিয়ে বিড়ম্বনা’ (সকাল ৯টা): রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা এল আর সোহেল। অভিনয়ে জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।
টেলিছবি ‘ভালোবাসার পঙক্তিমালা’ (দুপুর ২টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে তাহসান, মিথিলা, অপূর্ব, মম প্রমুখ।
নাটক ‘বউ এত সুইট ক্যান?’ (রাত ৮টা ৫ মিনিট): রচনা ও পরিচালনা মেহেদি হাসান জনি। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা প্রমুখ।
নাটক ‘বিএ পাশ’ (রাত ৯টা ৩০ মিনিট): পরিচালনা আলম আশরাফ। আফরান নিশো, শায়লা সাবি প্রমুখ।
নাটক ‘মধ্যবিত্ত’ (রাত ১১টা ১০ মিনিট): রচনা ও পরিচালনা আওরঙ্গজেব। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।
আরটিভি
নাটক ‘বৃষ্টিধারা’ (সন্ধ্যা ৭টা ১০ মিনিট): পরিচালনা আসাদুজ্জামান। অভিনয়ে অপূর্ব, মম, মৌসুমী হামিদ প্রমুখ।
নাটক ‘বিষফুল’ (রাত ৮টা): রচনা ও পরিচালনা অনিমেষ আইচ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ভাবনা প্রমুখ।
নাটক ‘মিম ফ্যাশন অ্যান্ড বিউটি’ (রাত ৯টা): রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তাহসান, মম প্রমুখ।
নাটক ‘আমি পাগল বলছি’ (রাত ১০টা): পরিচালনা আনিসুর রহমান রাজিব। অভিনয়ে মোশাররফ করিম, তাসনিয়া ফারিন প্রমুখ।
নাটক ‘সিগনেচার’ (রাত ১১টা ৩৫ মিনিট): পরিচালনা আওরঙ্গজেব। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ।
বাংলাভিশন
নাটক ‘ভিউ বাবা’ (বিকাল ৫টা ৩০ মিনিট): পরিচালনা মাবরুর রশীদ বান্নাহ। অভিনয়ে মোশাররফ করিম, সারিকা প্রমুখ।
নাটক ‘মিসিং’ (সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট): রচনা ও পরিচালনা কাজল আরেফিন অমি। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা প্রমুখ।
নাটক ‘লুকিয়ে বাঁচুক ভালোবাসা’ (রাত ৭টা ৪০ মিনিট): পরিচালনা তাইফুর জাহান আশিক। অভিনয়ে মোশাররফ করিম, ফারিন প্রমুখ।
নাটক ‘পিওর লাভ’ (রাত ৯টা ৫ মিনিট): পরিচালনা মহিদুল মহিম। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।
নাটক ‘ডিজে নাচব তোর বিয়েতে’ (রাত ১১টা ৩০ মিনিট): রচনা মেজবাহউদ্দিন সুমন, পরিচালক রুবেল হাসান। অভিনয়ে অপূর্ব, তানজিন তিশা প্রমুখ।
মাছরাঙা
টেলিছবি ‘আজও তুমি আর আমি’ (সন্ধ্যা ৭টা): রচনা রাজীব আহমেদ, পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, নাজিয়া হক অর্ষা প্রমুখ।
নাটক ‘ডিসট্রিক্ট লিডার’ (রাত ৯টা): রচনা মম রুবেল, পরিচালনা বর্ণ নাথ। অভিনয়ে মীর সাব্বির, শশী প্রমুখ।
এটিএন বাংলা
নাটক ‘তুরুপের তাস’ (সকাল ৯টা): রচনা ও পরিচালনা হুমায়ূন আহমেদ। অভিনয়ে প্রাণ রায়, ফারুক আহমেদ প্রমুখ।
নাটক ‘বিরহ মাস্টার’ (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট): রচনা জাকির হোসেন উজ্জ্বল, পরিচালনা জাহিদ হাসান। অভিনয়ে জাহিদ হাসান, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।
টেলিছবি ‘জুয়াড়ি’ (রাত ১১টা ৩০ মিনিট): রচনা গিয়াসউদ্দিন সেলিম, পরিচালনা চয়নিকা চৌধুরী। অভিনয়ে মাহফুজ আহমেদ, তারিন, অপূর্ব প্রমুখ।
চ্যানেল আই
নাটক ‘কাপল থেরাপি’ (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট): রচনা ও পরিচালনা মহিদুল মুহিম। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।
নাটক ‘আবার যদি দেখা হয়’ (রাত ৯টা ৩৫ মিনিট): রচনা কাজী শহিদুল ইসলাম, পরিচালনা সালাহউদ্দিন লাভলু। অভিনয়ে নিলয়, সারওয়াত আজাদ বৃষ্টি প্রমুখ।
দীপ্ত টিভি
টেলিছবি ‘বিবাহ বিভ্রাট’ (বিকাল ৪টা): রচনা ও পরিচালনা ডা. ইফতেখার আদনান। অভিনয়ে জোভান, সালহা খানম নাদিয়া প্রমুখ।
নাটক ‘হতাশা চর্চাকেন্দ্র’ (সন্ধ্যা ৬টা): পরিচালনা বিশ্বজিৎ দত্ত। অভিনয়ে তৌসিফ, জোভান, নাবিলা ইসলাম প্রমুখ।
নাটক ‘লেবুর মালয়েশিয়া সফর’ (রাত ৮টা ৩০ মিনিট): রচনা ও পরিচালনা সকাল আহমেদ। অভিনয়ে আনিসুর রহমান মিলন, অপর্ণা ঘোষ প্রমুখ।
নাটক ‘কিংকর্তব্যবিমূঢ়’ (রাত ১০টা): রচনা ও পরিচালনা ইফতেখার আহমেদ ফাহমি। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নুসরাত ইমন প্রমুখ।
নাটক ‘অন্ধকার’ (রাত ১১টা): পরিচালনা জসিম আহমেদ। অভিনয়ে জোভান, মম প্রমুখ।
একুশে টেলিভিশন
নাটক ‘মাটির ব্যাংকে ভালোবাসা’ (দুপুর ১২টা ৫ মিনিট): রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে মোশাররফ করিম, স্নিগ্ধা মোমিন প্রমুখ।
নাটক ‘ট্যাক্সিক্যাব’ (রাত ৮টা): পরিচালনা আসাদুজ্জামান আসাদ। অভিনয়ে অপূর্ব, মৌসুমী হামিদ প্রমুখ।
নাটক ‘ক্যাট’ (রাত ১০টা): রচনা ও পরিচালনা মোহন আহমেদ। অভিনয়ে আফরান নিশো, শখ প্রমুখ।
নাটক ‘হাবিবের সংসার’ (রাত ১১টা ২০ মিনিট): রচনা হুমায়ূন আহমেদ, পরিচালনা জুয়েল রানা। অভিনয়ে ডা. এজাজ, ফারুক আহমেদ প্রমুখ।
বৈশাখী টেলিভিশন
নাটক ‘আমি রেকর্ড করতে চাই (রাত ৮টা ১০ মিনিট): রচনা সুবাতা রাহিক জারিফা, পরিচালনা জিয়াউর রহমান জিয়া। অভিনয়ে রাশেদ সীমান্ত, তানিয়া বৃষ্টি প্রমুখ।
নাটক ‘কিপটা দুলাভাই’ (রাত ১১টা ৩৫ মিনিট): রচনা আসাদুজ্জামান সোহাগ, পরিচালনা রুমান রুমি। অভিনয়ে জাহিদ হাসান, সাজু খাদেম প্রমুখ।
দেশটিভি
নাটক ‘যে পাখির ডানা নেই’ (সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট): পরিচালনা সজীব। অভিনয়ে অপর্ণা ঘোষ, জোভান প্রমুখ।
নাটক ‘বিশ্বাস’ (রাত ৯টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা সুমন আনোয়ার। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা প্রমুখ।
টেলিছবি ‘জোছনাময়ী’ (রাত ১১টা ৪৫ মিনিট): রচনা ও পরিচালনা রেদওয়ান রনি। অভিনয়ে তিশা, নিলয় আলমগীর প্রমুখ।
চ্যানেল নাইন
টেলিছবি ক্ষরণ (বিকাল ৪টা): পরিচালনা তন্ময় তানসেন। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, হৃদয় খান প্রমুখ।
নাটক ‘ইন-এ রিলেশনশিপ’ (রাত ৯টা): পরিচালনা মেহেদি হাসান তন্ময়। অভিনয়ে তৌসিফ, সাবিলা নূর প্রমুখ।
নাটক ‘অনামিকা’ (রাত ১১টা): পরিচালনা শিহাব শাহীন। অভিনয়ে তাহসান, মৌসুমী হামিদ প্রমুখ।
এসএ টিভি
টেলিছবি ‘এখনো আমি’ (দুপুর ২টা ৩০ মিনিট): পরিচালনা মিজানুর রহমান আরিয়ান। অভিনয়ে অপূর্ব, মম প্রমুখ।
নাটক ‘কাগজের প্লেন’ (বিকাল ৪টা): পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে জোভান, সাফা কবির প্রমুখ।