আইসোলেশনে থাকা রোগীদের জন্য খাবার পাঠালেন জেলা প্রশাসক

by

ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে থাকা করোনা আক্রান্ত ১৭ জন রোগী ও দায়িত্বরত চিকিৎকদের জন্য খাবার পাঠিয়েছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন। সোমবার দুপুরে ঈদের খাবার হিসেবে সেমাই, মিষ্টি, মালটা, লিচু, আপেল, কমলাসহ বিভিন্ন খাদ্যসামগ্রী পাঠানো হয়।

জেলা প্রশাসকের পক্ষে সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান এসব খাবার নিয়ে হাজির হন। এ সময় তার সঙ্গে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট আব্দুল্লাহ আল বাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) এ বি এম মশিউজ্জামান জানান, জেলা প্রশাসক স্যার আজ ঈদের দিন যা খাবেন, আইসোলেশনে থাকা ১৭ জন রোগী ও দায়িত্বরত চিকিৎকদের জন্য সেসব খাবারই তিনি পাঠিয়েছেন। করোনা আক্রান্তরা যেন নিজেদের একাকীত্ব না ভাবেন এই জন্যই তিনি এ উদ্যোগ নিয়েছেন।