অভিমানে আত্মহত্যা
by সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিটাঙ্গাইলের সখীপুরে মা-বাবার সাথে অভিমান করে রোকসানা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। রবিবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে এ ঘটনা ঘটে।
রোকসানা ওই গ্রামের ব্যবসায়ী আব্দুর রশিদ মিয়ার মেয়ে এবং টাঙ্গাইল শেখ ফজিলাতুন্নেছা কলেজের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোকসানার মা-বাবার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এগুলো তার কাছে অসহ্য মনে হতো। ঘটনার দিন সন্ধ্যায় রোকসানার বাবার সাথে মায়ের ঝগড়া হলে এ নিয়ে তিনি প্রতিবাদ করেন। এক পর্যায়ে বাবা-মায়ের সাথে অভিমান করে বিষপানে সে আত্মহত্যা করে।
সখীপুর থানার উপ-পরিদর্শক সুকান্ত রায় বলেন, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।