বিরামপুরে করোনা জয় করে বাড়ি ফিরলেন তিন ব্যক্তি
by বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিবিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে পুষ্টিকর খাবার আর হাত তালি দিয়ে অভিবাদন জানিয়ে বিদায় দেওয়া হয় করোনাযুদ্ধে জয়ী হওয়া তিন ব্যক্তিকে। করোনাযুদ্ধ জয় করে বাড়ি ফিরে যাওয়া তিন ব্যক্তির মধ্যে একজন নারী রয়েছেন। তাঁরা গত ৯ মে বিরামপুর উপজেলার প্রথম করোনা আক্রান্ত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ৯ মে শনিবার তারা বিরামপুর উপজেলার প্রথম তিনজন করোনা রোগী শনাক্ত হয়। সেদিন থেকেই আক্রান্তদের বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসাসেবা দেওয়া হয়। এর পর দুই দফা তাদের শরীরের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় স্বাস্থ্যবিধি মোতাবেক তাদের করোনা থেকে ছাড়পত্র দিয়ে মুক্ত ঘোষণা করা হয়।
বিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোলায়মান হোসেন মেহেদী কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্বাস্থ্যঅধিদপ্তরের বিধি মোতাবেক করোনাভাইরাসে আক্রান্ত তিন ব্যক্তি এখন সম্পূর্ণ করোনামুক্ত। তারা এখন পরিবারের সঙ্গে থাকতে পারবেন। আজ সোমবার তাদের স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ম অনুযায়ী ছাড়পত্র দিয়ে তাদের বাড়িতে পাঠানো হয়েছে’।
তিনি বলেন, ‘করোনায় প্রথম আক্রান্তের পর তাদের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে রেখে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এরপর দুই দফা শরীরের নমুনা পরীক্ষা করানো হয়। পরীক্ষায় তারাদের করোনা নেগেটিভ আসায় তাদের মুক্ত করা হয়।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘বিরামপুরে গত রবিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। এর মধ্যে একজন নারী ও এক শিশু রয়েছে। এই ১০ জনের মধ্যে আজ তিন জন করোনাকে জয় করে বাড়ি ফিরে গেলেন’।
এসময়, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশসুপার (এএসপি) মিথুন সরকার, বিরামপুর থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত সকলেই করোনা জয়ীদের করোতালি দিয়ে অভিবাদন জানান।