পদ্মা সেতু দেখতে আসা যুবক মোটরসাইকেল উল্টে নিহত
by শিবচর (মাদারীপুর) প্রতিনিধিবন্ধুদের নিয়ে পদ্মা দেখতে শিবচরে এসে মোটরসাইকেল উল্টে বাগেরহাটের এক যুবক নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেল আরোহী অপর দুই বন্ধু আহত হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সোমবার খুলনার বাগেরহাট থেকে মোটরসাইকেল নিয়ে তিন বন্ধু ডালিম শেখ (২৮), রিয়াদ মোল্লা (২৫) ও মফিজুল শেখ (২২) পদ্মা সেতু দেখতে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকায় আসে।
পদ্মা সেতু এলাকায় বেড়ানো শেষে তারা আবার মোটরসাইকেল নিয়ে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের মটরসাইকেলটি ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের বন্দরখোলা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার রেলিংয়ে ধাক্কা লেগে মোটরসাইকেল উল্টে গিয়ে ঘটনাস্থলেই ডালিম শেখ নিহত হয়।
স্থানীয়রা আহত অবস্থায় রিয়াদ মোল্লা ও মফিজুল শেখকে পাঁচ্চর রয়েল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। নিহত ডালিম শেখ খুলনার বাগেরহাট উপজেলার পান্না শেখের ছেলে।
নিহত ডালিম শেখের ভাই হাকিম শেখ বলেন, ওরা তিন বন্ধু পদ্মা সেতু দেখতে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় আমার ভাই নিহত হয়েছে।