'জাতীয় দলে ধোনির ফেরা প্রায় অসম্ভব'
by কালের কণ্ঠ অনলাইনকরোনার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হয়ে যাওয়ায় মহেন্দ্র সিং ধোনির জাতীয় দলে প্রত্যাবর্তন ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। ভারতের সাবেক উইকেটকিপার অজয় রাতরা এমনটাই মনে করছেন। ভারতের হয়ে ৬টি টেস্ট ও ১২টি ওয়ানডে খেলা রাতরা মনে করেন, আইপিএল ঠিক সময়ে হলে ধোনির পারফরম্যান্স বিচার করতে পারত টিম ম্যানেজমেন্ট। কিন্তু করোনা সেই সুযোগই দিল না।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাতরা বলেছেন, 'ধোনি সম্পর্কে আগে কিছু বলা সম্ভব নয়। এটা ঠিক যে, বহুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে ধোনি। এবারের আইপিএল ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ারের দিকনির্দেশ করতে পারত। টিম ম্যানেজমেন্ট খুব কাছ থেকে ধোনির বর্তমান পারফরম্যান্স দেখে জাতীয় দলের জন্য বিবেচনা করতে পারত। আইপিএলে অন্যান্য উইকেট কিপাররা কেমন পারফরম্যান্স করছে সেটাও দেখা যেত।'
প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আইপিএল পিছিয়ে যাওয়ায় জাতীয় দলে ধোনির ভবিষ্যৎ কঠিন হয়ে গেল। রাতরা বলছেন, 'দুর্ভাগ্যক্রমে আইপিএল পিছিয়ে যাওয়ায় জাতীয় দলে ধোনির প্রত্যাবর্তন আরও কঠিন হয়ে গেল। এই মুহূর্তে তো প্রায় অসম্ভব বলেই মনে হচ্ছে। তবে ধোনিকে নিয়ে আগে থেকে কিছুই বলা সম্ভব নয়। তার ক্যারিয়ার নিয়ে সঠিক সময়েই জবাব পাওয়া যাবে।'