ঈদে ৫০০ পথশিশু ও ছিন্নমূল মানুষকে খাবার দিলো ‘মজার ইশকুল’

by
https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/26/0239587ab77173cfb3ea2980034cf775-5ecc11081362c.jpg
মজার ইশকুলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে

পুরো রমজান মাস খাদ্য সহায়তার পাশাপাশি ঈদের দিন ৫০০ পথশিশু ও ছিন্নমূল মানুষের খাবারের ব্যবস্থা করেছে সেচ্ছাসেবী সংগঠন 'মজার ইশকুল'। সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর সদরঘাটে এই খাবার বিতরণের উদ্যোগ নেয় সংগঠনটি। খাবারের মধ্যে ছিল—রান্না করা লাচ্ছা সেমাই, মিষ্টি, চিকেন বিরিয়ানি ও পানি।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/26/f682b4092cf715000ed702b37c88c276-5ecc10b81eea7.jpg
মজার ইশকুলের দেওয়া খাবার খাচ্ছে এক পথশিশু

'মজার ইশকুল' প্রতিষ্ঠার উদ্যোক্তা আরিয়ান আরিফ জানান, সরকার ঘোষিত সাধারণ ছুটির পর থেকে আজ ৬৩ দিন টানা কাজ করছেন তারা। গত ৬২ দিন প্রায় ৪০ হাজার মানুষকে রান্না করা খাবারের পাশাপাশি অসহায় এক হাজার ৪০০ পরিবারের এক মাসের খাদ্য সহায়তা দিয়েছেন তারা।

https://cdn.banglatribune.com/contents/cache/images/800x0x1/uploads/media/2020/05/26/b1b6d96d08f52f29cc4f4b8ed01f9115-5ecc113c0cdb6.jpg
মজার ইশকুলের পক্ষ থেকে খাবার বিতরণ করা হচ্ছে

আরিয়ান আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, 'বিগত দিনের সহায়তার পাশাপাশি আমরা ঈদের দিন অসহায় এসব মানুষকে একটু ভালো খাওয়ানোর জন্য সদরঘাট পয়েন্টে  ৫০০ মানুষকে খাবার দিয়েছি। এটা শুধু প্যাকেটেই সীমাবদ্ধ ছিল না, ভরপেট আয়োজন ছিল—যে যত খেতে পারে। আমরা ঢাকার ছয়টি পয়েন্টে এতদিন কাজ করলেও  ঈদের দিন শুধু সদরঘাটে কাজ করেছি।’