গাজীপুরে কুপিয়ে যুবক খুন
by নিজস্ব প্রতিবেদক, গাজীপুরগাজীপুরে ঈদের দিন সকালে সন্ত্রাসীরা এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। সোমবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ চতর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বী বাবু (২৬) দক্ষিণ চতর এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি প্রাইভেটকারের চালক ছিলেন।
পুলিশ জানায়, সকালে দক্ষিণ চতর এলাকার স্বপ্ননীড় আবাসিক প্রকল্পের কাছে একটি ফাঁকা বাড়ির উঠানে একদল সন্ত্রাসী রাব্বীকে মারধর ও কুপিয়ে ফেলে যায়। খবর পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ওসি মো. আলমগীর হোসেন ভূইয়া জানান, নিহতের মাথা ও শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কী কারণে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত চলছে। তবে এ ঘটনায় জড়িতরা সবাই মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।