'সামাজিক দূরত্ব' ভুলে গেলেন মোস্তফা-রাঙ্গা
by কালের কণ্ঠ অনলাইনএতদিনে এটা সবাই জেনে গেছেন যে, করোনাভাইরাস ঠেকানোর জন্য একমাত্র উপায় সামাজিক দুরত্ব বজায় রাখা। এটাও প্রমাণ হয়ে গেছে যে, করোনা ধনী-গরীব বাছ-বিচার করে না। জনপ্রতিনিধিদের যেখানে এই কথাগুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরে তাদের সচেতন করার কথা, সেখানে সামাজিক দূরত্ব ভুলে গেলেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। দুজনের ঈদের কোলাকুলির ছবি এখন সোশ্যাল সাইটে ভাইরাল।
প্রয়াত রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগির আল মাহি সাদ এরশাদ এমপির এক সহকর্মীর করোনা শনাক্ত হওয়ার পর গতকাল রবিবার রাতে তাঁর 'পল্লী নিবাস' বাড়িটি লকডাউন করা হয়। আজ সোমবার ঈদের দিনে সেই লকডাউন ভেঙে দলবল নিয়ে 'পল্লী নিবাস' এ এরশাদের কবর জিয়ারতে যান রাঙ্গা আর মোস্তফা। কবর জিয়ারত শেষে দুজনে ঈদের কোলাকুলিও করেন। উপস্থিত অনেকের মুখে মাস্ক দেখা গেলেও সেই মাস্ক গলায় ঝুলছিল।
রাঙ্গা-মোস্তফার ঈদ শুভেচ্ছা বিনিময়ের এসব ছবি সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে যেখানে তাদের উচিত ছিল সচেতন থাকা এবং জনগনকে সচেতন করা, সেখানে তারাই লকডাউন ভেঙেছেন। বড় সংখ্যক নেতাকর্মীদেরও তাদের সঙ্গে সামিল করেছেন। এদিকে দেশে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিন আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। এমতাবস্থায় দেশের ভবিষ্যত পরিস্থিতি নিয়ে শংকায় পড়ে গেছে সচেতন নাগরিকরা।